logo

বিএনপির সন্ত্রাস শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হবে: বাহাউদ্দিন নাছিম

 শরীয়তপুর প্রতিনিধি  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, যদি কোনো সন্ত্রাসী কায়দায় মানুষের জীবন নিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হবে। 

বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আগামী ২৫ জুন প্রধানমন্ত্রীর জনসভার স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

নাছিম বলেন, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে মাদারীপুরের কাঁঠালবাড়ী এলাকায় জনসভা করা হবে। এ জনসভা কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা এবং ঢাকা বিভাগের শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ দিনটি ঘিরে সারা দেশের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সে জনসমাবেশে ১০ লাখের বেশি জনসাধারণ উপস্থিত থাকবেন। এই জনসভা সফল করতে আজ আমরা এলাকা পরিদর্শনে এসেছি। 

তিনি বলেন, এ সেতু উদ্বোধন হলে বাংলাদেশের অর্থনীতি ২ শতাংশের বেশি উন্নীত হবে। শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মা সেতু আজ আমরা বাস্তবে দেখছি। পদ্মাপাড়ের আশপাশের এলাকার কৃষি, সামাজিক, অর্থনীতি ও শিল্পে ব্যাপক পরিবর্তন ঘটবে। আর এ পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে। 

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে