logo

বিএনপির জন্য ১০ হাজার মাস্ক পাঠালো চীনের কমিউনিস্ট পার্টি

ঘটনাপ্রবাহ ডেস্কঃ

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় বিএনপিকে মাস্ক দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি।

বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকার চীন দূতাবাস থেকে সেগুলো সংগ্রহ করেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মাস্ক পাঠানোর বিষয়টি অবহিত করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদকে।

তিনি জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন দূতাবাসে দলের তিনজন প্রতিনিধিকে পাঠান করোনার সুরক্ষা সামগ্রী ১০ হাজার মাস্ক গ্রহণ করতে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক রিয়াজ উদ্দিন নসু এই সামগ্রী গ্রহণ করেন।

প্রতিনিধি দলের হাতে মাস্ক তুলে দেন চীন দূতাবাসের দুজন কর্মকর্তা।

প্রতিনিধি দলের নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষ থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে মাস্ক দেয়ার জন্য ধন্যবাদ জানান। 

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে