ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে ১ দিনের ব্যবধানে নতুন করে আরো ২ জন কোভিড/১৯ এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৫ বছর বয়সের ১ জন পুরুষ ও ২৯ বছরের ১ জন যুবক রয়েছেন। গত ৫ জুনে এবং ৭ জুনে পাঠানো ৩৩ জনের নমুনা রিপোর্টের ফলাফলে মঙ্গলবার( ৯জুন) রাতে জানা যায়। গত ৪ জুন এবং ৬ জুনে পাঠানো নমুনার রিপোর্ট মহাখালীর আইপিএইচ ল্যাবে পেন্ডিং রয়েছে। নতুন করে আক্রান্ত ২৯ বছরের যুবকের বাড়ি সরারচর ইউনিয়নে এবং ৪৫ বছরের পুরুষের বাড়ি বাজিতপুরের ভাগলপুর মেডিকেল নার্সিং কোয়ার্টার এলাকায়। এর আগে গত ১ জুনে পাঠানো ৩০ জনের নমুনায় ২৩, ২৯ এবং ২৭ বছরের ৩ তরুণী এবং ৪১,৬০, ৬৫ বছর বয়সের ৩ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে। আক্রান্ত ৪৫ জনের মধ্যে ২ জন মৃত ব্যক্তি রয়েছেন।মৃত আল আমিনের বাড়ি বাজিতপুর এবং মৃত আমরু মিয়ার বাড়ি কুলিয়ারচর উপজেলায়। এদিকে উপজেলার স্বাস্থ্য কর্মী সহ মোট ২০ জন করোনা রোগী সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। সুস্থ এবং মৃত ব্যক্তি বাদে বর্তমানে উপজেলায় ২৩ জন করোনা সনাক্ত রোগী রয়েছেন।তাদের মধ্যে কিছু সংখ্যক হাসপাতালে এবং বাকীরা তাদের বাড়িতে আইশোলেশনে রয়েছেন। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক( আরএমও) ও রোগ নিয়ন্ত্রন(এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন বুধবার ঘটনাপ্রবাহকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তির বিষয়ে ডাঃ তাহলিল হোসেন শাওন বলেন,কুলিয়ারচর উপজেলার মৃত আমরু মিয়া মৃত্যুর পূর্বে বাজিতপুর হাসপাতালে করোনা পরীক্ষার পর তার অবস্থার অবনতি হলে কুলিয়ারচর হাসপাতালের আইশোলেশনে চলে যান। কিন্তু মৃত ব্যক্তির নমুনার পজেটিভ রিপোর্ট বাজিতপুরের তালিকায় যুক্ত হয় এবং মৃত্যুর রিপোর্ট কুলিয়ারচরের তালিকায় যুক্ত হয়।
তিনি আরো জানান, উপজেলায় নতুন করে আক্রান্ত ২ জনের মধ্যে ২৯ বছরের এক যুবকের পরিবারের অন্যান্য সদস্যের নমুনা আগেই নেয়া হয়েছে। শুধু ৪৫ বছরের পুরুষের পরিবারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।