ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে ৩ দিনের ব্যবধানে নতুন করে স্বাস্থ্য সহকারীসহ আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত সোমবার (২৭ জুলাই) রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছেন। গত ২৪ এবং ২৫ জুলাই পাঠানো রিপোর্টে ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। নতুন আক্রান্ত ২ জন হলেন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ১ জন নারী ও মধ্য ভাগলপুর গ্রামের ১ জন নারী। এ নিয়ে উপজেলায় সর্বমোট ১৬২ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন। এদিকে গত ৩ দিনে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ হোসেইন রহমান রায়হান (২৭), উপজেলার ভাগলপুর গ্রামের মোঃ নুর চাঁন মিয়া (৬২) ও সুহেল মিয়া (৪৫)সহ ৩ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । এনিয়ে উপজেলায় স্বাস্থ্যকর্মীসহ মোট ১৪৮ জন করোনা মুক্ত হয়েছেন। বর্তমানে উপজেলায় ১২ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।