logo

বাজিতপুরে রাস্তায় সন্তান প্রসবকারী নারী সন্তানসহ গাজীপুর সমাজসেবা আশ্রয়কেন্দ্রে



ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে রাস্তায় সন্তান প্রসবকারী মানসিক ভারসাম্যহীন নারী ও তার সন্তানকে গাজীপুর সমাজসেবা আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
অনলাইন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার করেও মানসিক প্রতিবন্ধী ওই নারীর পারিবারিক পরিচয় ও তার সন্তানের জনকের সন্ধান না পাওয়ায় মানসিক রোগের চিকিৎসার জন্য এবং তার সন্তানকে উপযুক্ত পরিবারে দত্তক দেয়ার সুপারিশ করে গত সোমবার (১৭ আগষ্ট) বাজিতপুর উপজেলা প্রশাসনের পরামর্শক্রমে বাজিতপুর হাসপাতালের প্রসুতি বিভাগ থেকে গাজীপুরে স্থানান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জালাল উদ্দিন আহমেদ, বাজিতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাবুল মিয়া, মেডিকেল ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুশফিকুর রহমান ও বাজিতপুর থানার দুইজন পুলিশ সদস্য।
প্রসঙ্গত মানসিক ভারসাম্যহীন একজন নারী গত ১১ আগষ্ট বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের একটি রাস্তায় একটি শিশুসন্তান প্রসব করেন। পরে সেখান থেকে এলাকাবাসী উদ্ধার করে তাকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রসুতি বিভাগে ভর্তি করানো হলে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সমাজসেবা কর্মকর্তার তত্বাবধানে তার চিকিৎসা দেয়া হয়।
মঙ্গলবার সকালে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জালাল উদ্দিন আহমেদ ঘটনাপ্রবাহকে বলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় প্রতিবন্ধী ওই নারী ও সন্তানের চিকিৎসার বিষয়ে সার্বক্ষনিক যোগাযোগ রেখে খোঁজ-খবর নিয়েছেন এবং জাতীয় সমাজসেবার আশ্রয় কেন্দ্রে স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরো বলেন, মানসিক ভারসাম্যহীন নারী শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ হননি।জাতীয় সমাজসেবা বিভাগকে ওই নারীর উন্নত চিকিৎসা ও তার সন্তানকে উপযুক্ত পরিবারে দত্তক দেয়ার সুপারিশ করে বাজিতপুর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে