logo

বাজিতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর রাস্তায় সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তায় ছেলে সন্তান প্রসব করেছে। ঘটনাটি ঘটেছে বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের একটি রাস্তায় গত মঙ্গলবার বিকেলে। মানসিক প্রতিবন্ধী এই নারীকে সন্তানসহ এলাকাবাসী উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রসূতী বিভাগে ভর্তি করেন। বর্তমানে ওই নারী বাজিতপুর উপজেলা সমাজসেবা অফিসার ও বাজিতপুর স্বাস্থ্যকমপ্লেক্সের তত্বাবধানে রয়েছে।

বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন জানান, মানসিক ভারসাম্যহীন একজন নারী মঙ্গলবার বিকালে উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের রাস্তায় একটি পুত্রসন্তান প্রসব করেছেন । নারীটি নিজের সম্পর্কে কিছুই বলতে পারছেনা । শুধু এটুকুই বলছেন “তার স্বামীর নাম-মামুন”। তার বাড়ির কথা জিজ্ঞাসা করলে শুধু অস্ফুটস্বরে বলেন-কালিয়া বা খালিয়া। বর্তমানে ভারসাম্যহীন নারী ও শিশু সন্তান উপজেলা প্রশাসনের অধীনে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ডাঃ শাওন আরো বলেন, মানসিক ভারসাম্যহীন নারীর ছবি দেখে যদি কোন সহৃদয়বান ব্যক্তি চিনতে পারেন তবে বাজিতপুর হাসপাতাল কতৃপক্ষকে অবহিত করার জন্য আমি উদাত্ত আহবান জানাচ্ছি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে