কিশোরগঞ্জের বাজিতপুর থানার এস. আই. শফিকুল ইসলাম, মো: এনায়েত কবির মামুন সহ এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কৈলাগ ইউনিয়নের ছোট পিউরি গ্রাম হতে এক কেজি গাজাসহ আম্বিয়া খাতুন (৫০) কে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে আম্বিয়া খাতুন গাজা ব্যবসা করে আসছে। একই সঙ্গে তার স্বামী মৃত: নূরুল ইসলাম মৃত্যু বরণ করায় সে ও এ ব্যবসায় জড়িয়ে পড়ে। গতকাল দুপুরে আম্বিয়া খাতুনকে ১৯৯০ সনের মাদকদ্রব্য ১৯ (১) ধারায় ৭(ক) সংশোধনীতে কিশোরগঞ্জ কোটে চালান দিয়েছে।
বাজিতপুরে মহিলা গাজা ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : Jul 25, 2016 | Comments Off on বাজিতপুরে মহিলা গাজা ব্যবসায়ী গ্রেফতার
