logo

বাজিতপুরে মহানবীর বিরুদ্ধে বঙ্গচিত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে পিরিজপুর রক্ত দান সংগঠনের আয়োজনে ফ্রান্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করা ও মুসলিম হত্যার প্রতিবাদে- প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।মিছিলটি পিরিজপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
শুক্রবার বিকেলে রক্ত কণিকা সংগঠনের সাধারণ সম্পাদক আলী নুরের সঞ্চালনায় ও পিরিজপুর বাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং পিরিজপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল।
অনুষ্ঠানো আরো বক্তব্য রাখেন পিরিজপুর বাজার কমিটির সাবেক সভাপতি কবির হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, মোঃ জালাল, মোঃ রিপন, মোঃ ফারুক, শুভ্র, শামিম রানা, দিদার মিয়া, মকবুল, জয়নাল সহ আরো অনেকেই।
বক্তারা বলেন, মহানবীকে ব্যাঙ্গ করায় সরকারকে তিব্র নিন্দা জানাতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সমগ্র মানবজাতিকে অপমান করেছে। আজকে আমরা সুন্নী নয়, শিয়া নয়, সুফী নয়, আহমাদিয়া নয়, কাদিয়ানী নয়; হানাফী নয়, মালেকী নয়, শাফেয়ি নয়, হানবালি নয়, ওহাবী নয়; আমাদের প্রথম এবং শেষ পরিচয় আমরা সকলেই মুসলমান। মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, আমাদের বিজয় অবশ্যম্ভাবী।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে