নজরুল ইসলাম খায়রুল, কিশোরগ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশি বাধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পন্ড হয়েছে। সোমবার বাজিতপুর সদরে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর বাড়ির সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ তৈরি করা হয়। বিকালে নেতাকর্মীরা জড়ো হলে সেখানে পুলিশ গিয়ে উপস্থিত হয়। এক পর্যায়ে পুলিশ তৈরি করা মঞ্চ ভেঙ্গে ফেলে। এরপর পুলিশ প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার খুলে নিয়ে যায় বলে নেতাকর্মীরা অভিযোগ করেছেন। বাধা দিলে উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সদস্য মিঠুকে পুলিশ আটক করে নিয়ে যায়। এসময় বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল, এহসান কুফিয়া, মাহমুদুর রহমান উজ্জ্বল, অ্যাডভোকেট শাহ আলম, জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। তবে কাউকে আটক করার কথা অস্বীকার করেছেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন মোল্লা।
বাজিতপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পুলিশি বাধায় পন্ড
প্রকাশ : Sep 06, 2016 | Comments Off on বাজিতপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পুলিশি বাধায় পন্ড