logo

বাজিতপুরে পানিতে ডুবে প্রাণ হারালো দুই ভাই

বাজিতপুর প্রতিনিধি:

বাজিতপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিলন মিয়া (২২) ও ইবনে রুমান শিমুল (১৭) নামে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই তরুণ সম্পর্কে মামাতো -ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৪ জুলাই (বুধবার) দুপুরে উপজেলার রাবারকান্দি গ্রামে মামাতো-ফুফাতো দুই ভাই মিলন মিয়া ও ইবনে রুমান শিমুল ইসলাম উদ্দিনের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় মিলন মিয়া পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় ইবনে রুমান শিমুল সেও পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে মারা যাওয়া দুই তরুণের মধ্যে মিলন মিয়া রংপুর মহানগরের আলমনগর কলোনীর মো. লিলু মিয়ার ছেলে এবং ইবনে রুমান শিমুল ২৭নং ওয়ার্ডের গুপ্তধন এলাকার জাহাঙ্গীর আলম সাব্বিরের ছেলে।
এছাড়া মিলন মিয়া বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী রাসেলের ভাতিজা এবং ইবনে রুমান শিমুল ওই শিক্ষকের ভাগিনা।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইবনে রুমান শিমুল বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী রাসেলের রাবারকান্দি এলাকার ভাড়া বাসায় থেকে লেখাপড়া করে। সে ১০ম শ্রেণির ছাত্র। অন্যদিকে মিলন মিয়া চাচা মোহাম্মদ আলী রাসেলের কাছে বেড়াতে আসে।
বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে