ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত এবং ৭০ বছরের ১ জন বয়স্ক মহিলা সুস্থ হয়েছেন। এদের মধ্যে ২৩ বছরের একজন নার্স ও ৫০ বছর বয়সের একজন পুরুষ রয়েছেন। গত ৩০ মে এবং ২ জুনে পাঠানো ৩৩ জনের নমুনা রিপোর্টের ফলাফল গত বৃহস্পতিবার রাতে জানা গেছে। নতুন করে আক্রান্ত ৫০ বছরের ব্যক্তির বাড়ি বাজিতপুর উপজেলার কৈকরী গ্রামে এবং ২৩ বছরের নার্সের বাড়ি সরারচর ইউনিয়নের উত্তর সরারচর গ্রামে। তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত। এর আগে গত ২৭ মে পাঠানো একজন ব্যবসায়ীর বাড়ি বাজিতপুর পৌরসভার পশ্চিম কৈলানপুর মহল্লায়। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে। আক্রান্ত ৩৩ জনের মধ্যে ১ জন মৃত ব্যক্তি রয়েছেন। এদিকে উপজেলার হিলচিয়া করাটিয়া গ্রামের বাসনা রাণী সূত্রধর (৭০) নামে বয়স্ক মহিলা এবং দিঘীরপাড় ইউনিয়নের মিয়া বাড়ির জাকারিয়া হায়দার (৪৫) নামে এক ব্যক্তিসহ নতুন করে ২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে উপজেলায় ৬ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক( আরএমও) ও রোগ নিয়ন্ত্রন(এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল শাওন বিষয়টির সত্যতা নিশ্চিত করে শুক্রবার বলেন, বাজিতপুর উপজেলায় গত ৩০ মে এবং ২ জুনে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে ২ জনের পজেটিভ আসায় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশে পাশের ১০/১২ টি বাড়ি লক ডাউন করা হয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।