ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জনসহ সর্বমোট ১২৯ জন প্রাণঘাতী কোভিড/১৯ থেকে মুক্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন নারী, ১ জন তরুণ ও ৭০ বছররের ১ জন পুরুষ রয়েছেন। মঙ্গলবার দুপুরে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করোনা ভাইরাস মুক্তরা হলেন, বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেয়া মিশেল দাস(৬৫) ও অবনী দাস (৪৫) নামে ২ জন নারী, ভাগলপুর গ্রামের মোঃ বায়েজিদ মিয়া (১৫) ও উপজেলার গাজীরচর ইউনিয়নের গাজীরচর গ্রামের মোঃ বাছির উদ্দিন (৭০)। এ নিয়ে উপজেলায় সর্বমোট করোনা মুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জনে।
এদিকে গত ১২ জুলাই তারিখে পাঠানো নমুনায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন পুরুষ চিকিৎসক নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
বাজিতপুরে নতুন ৪ জনসহ ১২৯ জন করোনা মুক্ত
প্রকাশ : Jul 14, 2020 | Comments Off on বাজিতপুরে নতুন ৪ জনসহ ১২৯ জন করোনা মুক্ত
