ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনসহ সর্বমোট ১৩২ জন করোনা মুক্ত হয়েছেন। নতুন ৩ জনের মধ্যে ১ জন কিশোর, ১ জন কিশোরী ও ১ জন পুরুষ রয়েছেন। অন্য দিকে বাজিতপুর উপজেলায় গত ১৫ জুলাইয়ের পূর্ণাঙ্গ রিপোর্টে নতুন করে উপজেলার রাহেলা গ্রামের ২৯ বছরের ১ জন যুবক কোভিড/১৯ এ আক্রান্ত হওয়ায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৫৫ এ দাঁড়িয়েছে। এদের মধ্যে ২ জন মৃত ব্যক্তি রয়েছে।
করোনা ভাইরাস থেকে মুক্ত ৩ জন হলেন, বাজিতপুর উপজেলার পৌরসভার চন্দ্রগ্রাম মহল্লার রোহিত (৫৪) ও সরারচর ইউনিয়নের সরারচর গ্রামের মিতু (২৪) ও সঞ্জয় (২২)। এ নিয়ে উপজেলায় চিকিৎসক, স্বাস্থ্য সহকারী ও সাধারণ রোগীসহ সর্বমোট ১৩২ জন প্রাণঘাতী করোনা ভাইরাস মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। তাছাড়া গত ১৬ এবং ১৭ জুলাইয়ের নমুনা রিপোর্ট ল্যাবে পরীক্ষার অপেক্ষায় রয়েছে।
গত শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাজিতপুরে নতুন ৩ জনসহ ১৩২ জন করোনা মুক্ত
প্রকাশ : Jul 18, 2020 | Comments Off on বাজিতপুরে নতুন ৩ জনসহ ১৩২ জন করোনা মুক্ত
