নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে নতুন করে ডাক্তারসহ ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং ২ জন প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। গত রোববার (১৬ আগষ্ট) রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছেন। নতুন শনাক্ত ৪ জন হলেন, বাজিতপুরের মধ্যভাগলপুর গ্রামের ১ জন ডাক্তার, ৪৬ বছরের ১ জন নারী, দিলালপুর গ্রামের ১ জন নারী ও স্টেশন রোড এলাকার ১ জন পুরুষ। এ নিয়ে উপজেলায় সর্বমোট ১৮৭ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ২ জন মৃত্যুবরন করেছেন। এদিকে উপজেলায় আরো ২ জন করোনা মুক্ত হয়েছেন। তারা হলেন, বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের খালেকেরভান্ডা গ্রামের মোঃ জাহিদুল ইসলাম(২৫) ও পৌরসভার পূর্ব বাজিতপুর মহল্লার বিশ্বজিৎ সাহা (৪১)। এ নিয়ে উপজেলায় সর্বমোট ১৬৩ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে উপজেলায় ২২ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।