ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে গত দুই দিনে নতুন করে মৃত ব্যক্তির স্ত্রীসহ আরো ৬ জন কোভিড/১৯ এ আক্রান্ত এবং ৪ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন মহিলা রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১-০০ টার দিকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক (আরএমও) ও রোগ নিয়ন্ত্রণ (এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১০ জুনে এবং ১৪ জুনে পাঠানো (আংশিক) নমুনার মধ্যে ৬ জনের দেহে করোনা পজেটিভ সনাক্ত হয়।নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির স্ত্রীর বাড়ি বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে, ১ জন পুরুষের বাড়ি বাহেরনগর গ্রামে,বাজিতপুরের শশেরদীঘি গ্রামের ৩ জন ও সরারচরের গোবিন্দপুর গ্রামের ১ জন পুরুষ। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে ১ জন মারা গেছেন। তাছাড়া গত ১২ জুনে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এ দিকে উপজেলায় নতুন করে আরো ৪ জন করোনা মুক্ত হয়েছেন। তারা হলেন -উপজেলার সরারচরের মাসুদ রানা, পশ্চিম বাজিতপুরের শেলু খান, নাদিম খান ও মাইঝচর গ্রামের মোঃ আবদুল্লাহ। এ নিয়ে উপজেলায় ৩ স্বাস্থ্যকর্মীসহ সর্বমোট৩০ জন করোনা মুক্ত হলেন।
ডাঃ তাহলিল হোসেন শাওন জানান , গত ১০ জুনে এবং ১৪ জুনের রিপোর্টে সনাক্তকৃত ৬ জনের মধ্যে ৪ জনই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়েছিলেন এবং তারা সেখানেই চিকিৎসা করাবেন।