নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে নতুন করে চিকিৎসকসহ ৩ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এবং ফায়ার সার্ভিস কর্মীসহ ১৪ জন করোনা মুক্ত হয়েছেন। গত মঙ্গলবার(৩০ জুন) রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া যায়। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত ২৯ জুনে পাঠানো নমুনা রিপোর্টের ফলাফলে ৩ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। নতুন আক্রান্তরা হলেন, জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালের ১ জন চিকিৎসক, বাজিতপুর উপজেলার মাইঝচর গ্রামের ৬৫ বছরের পুরুষ ১ জন ও বি বাড়িয়ার দূর্গাপুর এলাকার ৪৫ বছরের ১ জন নারী। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত হলেন ১২২ জন। এদের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছে।
এদিকে উপজেলায় নতুন করে আরো ১৪ জন করোনা মুক্ত হয়েছেন। করোনা মুক্তরা হলেন, মধ্য ভাগলপুরের সাব্বির(২৫), সরারচরের অমিত হাসান(২২), শোশেরদীঘি গ্রামের লিটন মিয়া (৪২),খোকন মিয়া(৩৭), মিরা আক্তার(২৯), পশ্চিম বাজিতপুর মহল্লার ইসমাইল হোসেন(৪২),সৈয়দ জামান(৩৫) ও সাবেত খান(২২), পিরিজপুর ইউনিয়নের জহরপুর গ্রামের অনিল সূত্রধর(৫৫),ফায়ার সার্ভিসকর্মী মোঃ ছিদ্দিক মিয়া (৩৭), মথুরাপুর মহল্লার সালা উদ্দিন(৪২), দ্বিতীয়া দাস (০৮), বাহেরনগর গ্রামের মুকসেদ শেখ(৩৪) ও হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া গ্রামের ইফতেখার উদ্দিন (৩৮)। নতন সুস্থসহ উপজেলায় সর্বমোট সুস্থ হলেন ৭৮ জন।
তাছাড়া বাজিতপুর উপজেলা হেলথ কম্পলেক্স থেকে পাঠানো স্যাম্পলের ২৩ তারিখের ৬ টি স্যাম্পল, ২৮ এর আংশিক স্যাম্পল ও ২৯, ৩০ তারিখের পাঠানো স্যাম্পলের রিপোর্ট ল্যবে পেন্ডিং রয়েছে।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক( আরএমও) ও রোগ নিয়ন্ত্রন (এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন বুধবার ঘটনাপ্রবাহকে বলেন, নতুন করে ১৪ জন রোগীর ফলোআপ নমুনা রিপোর্টের ফলাফল নেগেটিভ আসায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে।
বাজিতপুরে চিকিৎসকসহ ৩ জন করোনাক্রান্ত,সুস্থ ১৪ জন
প্রকাশ : Jul 01, 2020 | Comments Off on বাজিতপুরে চিকিৎসকসহ ৩ জন করোনাক্রান্ত,সুস্থ ১৪ জন
