বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুরে চা পানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন (৫৭)।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার বোর্ড বাজারে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন।
নিহত মোবারক হোসেন ডুয়াইগাঁও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ে ৩৪ বছর যাবত শিক্ষকতা করে আসছেন এবং একই বিদ্যালয়ে ১৯৯৫ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
প্রধান শিক্ষক মোবারক হোসেনের মৃত্যুর সংবাদ শুনে ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আফজাল হোসেন এমপি শোক প্রকাশ করেছেন।