ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে এক পরিবারের ৩ জনসহ ৬ জন কনরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৬ মে পাঠানো ১৯ জনের নমুনা রিপোর্টের ফলাফলে এ তথ্য রোববার রাতে পাওয়া যায়।তাদের মধ্যে ২৬ বছরের এক কিশোরী, ৪০ বছরের এক নারী ও ৪১ বছরের পুরুষসহ ২৫, ২৬ ও ২৮ বছরের ৩ জন যুবক রয়েছেন।
আক্রান্ত একই পরিবারের ৩ জনের বাড়ি উপজেলার পৌরসভার আলিয়াপাড়া গ্রামে, ২৬ বছরের কিশোরীর বাড়ি সরারচর ইউনিয়নের আশা সিনেমা হল সংলগ্ন মজলিশপুর গ্রামে, ২৮ বছর বয়সের যুবকের বাড়ি হুমায়ুনপুর ইউনিয়নের আয়নারগ্রুপ গ্রামে ও ৪১ বছরের পুরুষের বাড়ি বাজিতপুর বাজারের কমলা মেডিকেল ফার্মেসীর সংলগ্ন এলাকায়।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। আক্রান্ত ২৯ জনের মধ্যে গত ১৯ মে একই পরিবারের ৪ জন আক্রান্তের আক্রান্ত পরিবারের গৃহকর্তা আল আমিন (৬০) ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তাছাড়া উপজেলার ৬ জন স্বাস্থ্যকর্মী করোনা মুক্ত হয়েছেন। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক( আরএমও) ও রোগ নিয়ন্ত্রন(এমওডিসি) কর্মকর্তা ডাঃ শাওন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাজিতপুর উপজেলায় গত ২৬ মে পাঠানো ১৯ জনের নমুনা রিপোর্টে একই পরিবারের ৩ জনসহ ৬ জনের পজেটিভ আসায় আক্রান্তদের পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।