ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে চিকিৎসকসহ আরো ৪ জন করোনা মুক্ত হয়েছেন। এদের মধ্যে চিকিৎসক ছাড়াও ১ জন যুবতী ও ২ জন যুবক রয়েছে। গত বুধবার (২৯ জুলাই) রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ৷ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছেন।
করোনা মুক্ত ৪ জন হলেন, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ দেবাশীষ রায় (২৭)., হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের হোসেন মিয়া (২০), মধ্য ভাগলপুর মহল্লার মোছাঃ ফাতেহা জাহান ও উপজেলার রাহেলা গ্রামের রিয়াজুল হাসান (২৯)। এ নিয়ে উপজেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ১৫২ জন।
উল্লেখ্য, বাজিতপুর উপজেলায় এ পর্যন্ত ১৬২ জন কোভিড /১৯ এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে উপজেলায় ৮ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
বাজিতপুরে আরো নতুন করে চিকিৎসকসহ ৪ জন করোনা মুক্ত
প্রকাশ : Jul 30, 2020 | Comments Off on বাজিতপুরে আরো নতুন করে চিকিৎসকসহ ৪ জন করোনা মুক্ত
