logo

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে ১০০ কি.মি.পদযাত্রা বয়সকে চ্যালেঞ্জ করে ২০কি.মি.পদযাত্রায় এমপি নূর মোহাম্মদ


কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি
ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাদক মুক্ত দেশ গড়ার লক্ষে ১০০কি.মি. পদযাত্রার তৃতীয় ধাপে ২০কি.মি. পদযাত্রা অনুষ্ঠিত হয়।
বয়সকে চ্যালেঞ্জ করে কিশোরগঞ্জ-২, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ২০ কি.মি. পদযাত্রায় নেতৃত্ব দেন। শুক্রবার সকাল ৮টায় পাকুন্দিয়া উপজেলা বঙ্গবন্ধু চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে পোলেরঘাট হয়ে কটিয়াদী আসার সময় ১৫ কি.মি. পথ অতিক্রম করে বানিয়াগাঁও বাসস্ট্যান্ড এসে এমপি নূর মোহাম্মদ ক্লান্ত হয়ে পড়েন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পুনরায় হাঁটা শুরু করলে অল্পদূরত্ব অতিক্রম করার পর নেতৃবৃন্দ উনাকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে গাড়িতে তুলে বিশ্রামের জন্য তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।

কিশোরগঞ্জ জেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি তানভীর হায়দার বলেন, আমরা ১০০ কি.মি. পদযাত্রার লক্ষ নিয়ে তৃতীয় ধাপে ১০ কি.কি. পদযাত্রার সীমানা নির্ধারণ করি। কিন্তু পঁয়ষট্টিউর্ধ সাংসদ নূর মোহাম্মদ নিজের বয়সকে চ্যালেঞ্জ করে ২০ কি. মি. রাস্তা পদযাত্রার নেতৃত্ব দেন। শুক্রবার ২০কি.মি. পদযাত্রা শেষে কটিয়াদী উপজেলা পরিষদে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে মোট ৪৭ কি.মি. রাস্তা প্রদক্ষিণ সমাপ্ত হয়েছে। বাকী ৫৩ কি.মি. রাস্তা পায়ে হেটে ১০০ কি.মি. রাস্তা হাটার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পদযাত্রায় সহযোগিতা করেন উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। অংশ গ্রহণ করেন ছাত্র, সুশিল সমাজ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে