নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন ভোরের আলো সাহিত্য আসরের সদস্য সাংবাদিক ফারুকুজ্জামান। কিশোরগঞ্জের ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত ৩৬৬ তম সাহিত্যসভায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটে অবস্থিত আসরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসরের সভাপতি সাহিত্যিক আবুল বাহার। এতে প্রধান আলোচক ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বিশিষ্ট কবি মোঃ নিজাম উদ্দিন । আলোচক ছিলেন আসরের প্রধান সমন্বয়ক নাট্যকার মো.আজিজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন আসরের প্রতিষ্ঠাতা সংগঠক মো.রেজাউল হাবীব রেজা। সংবর্ধিত অতিথি ছিলেন আসরের সদস্য ও সদ্য আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী অভিভাবক সদস্য সাংবাদিক ফারুকুজ্জামান। ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক লেখক ও গবেষক আমিনুল হক সাদীর পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বিশিষ্ট সংগীত শিল্পী এম এ কাশেম ও মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যাংকার ও কবি মোতাহের হোসেন, সাংবাদিক শফিক কবীর, আলী রেজা সুমন, কবি জহিরুল ইসলাম প্রমুখ। ভোরের আলো সাহিত্য আসরের সদস্য ও সদ্য আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী অভিভাবক সদস্য এশিয়ান পোষ্টের সাংবাদিক ফারুকুজ্জামানকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হানের জন্মদিনের আলোচনা ও ভোরের আলো সাহিত্য আসরের মরনোত্তর সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা একেএম লিয়াকত হোসাইন মানিকের মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়। আসরে উপস্থিত কবি সাহিত্যিক শিল্পী ও লেখকরা তাদের স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন।
ফুলেল সংবর্ধনায় সিক্ত ফারুকুজ্জামান ভোরের আলো সাহিত্য আসরের সাহিত্যসভা অনুষ্ঠিত
প্রকাশ : Aug 19, 2016 | Comments Off on ফুলেল সংবর্ধনায় সিক্ত ফারুকুজ্জামান ভোরের আলো সাহিত্য আসরের সাহিত্যসভা অনুষ্ঠিত
