logo

প্রিয় নানাভাইকে’ হারিয়ে আজহারীর হৃদয়ছোঁয়া স্ট্যাটাস


ঘটনাপ্রবাহ ডেক্সঃ
 
‘প্রিয় নানাভাই’ অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদীর (পীরসাহেব আড়াইবাড়ী দরবার) মৃত্যুতে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি হৃদয়ছোঁয়া পোস্ট দিয়েছেন দেশের জনপ্রিয় মুফাসসির মিজানুর রহমান আজহারী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী শনিবার ভোরে ইন্তেকাল করেন।  তার বয়স হয়েছিল ৫২ বছর।

উপমহাদেশের এই প্রখ্যাত ইসলামিক স্কলার ও ওয়াজিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের আলেম সমাজে। শোক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছেন অনেকেই। 

ফেসবুকে আজহারী লিখেছেন, ‘প্রিয় নানাভাই অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদী (পীরসাহেব আড়াইবাড়ী দরবার)‏ আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তার দ্বীনের একনিষ্ঠ এই খাদেমকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। আমিন। ’

তিনি বলেন, ‘একই মঞ্চে নানা নাতিকে আর হয়তো কোনদিন একসঙ্গে দেখা যাবে না। বিদায় নানা ভাই। আমরাও আসছি, পরের কোন এক ফ্লাইটে। ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে। এভাবেই প্রিয়জনদের বিদায়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিরসত্যকে, আর এই বলে স্মরণ করিয়ে দিয়ে যায় — প্রস্তুত তো?’

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে