ঘটনাপ্রবাহ ডেস্কঃ
প্রাথমিকের উপবৃত্তি পাওয়ার পরও প্রাথমিকের যেসব শিক্ষার্থীর অভিভাবকরা টাকা তোলেননি তাদের আগামী ২৫ জুনের মধ্যে টাকা তুলতে হবে। তা না হলে এসব টাকা সরকারি কোষাগারে ফেরত যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপবৃত্তি শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, না তুললে এ টাকা আর দাবি করতে পারবেন না অভিভাবক বা শিক্ষার্থীরা। গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান-তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্প থেকে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে টাকা তুলে নিতে অভিভাবকদের জানাতে বলা হয়েছে।
প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়,২০১৬-১৭ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরে যেসব প্রাথমিক শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠানো হলেও কিছু অ্যাকাউন্টের টাকা তোলা করা হয়নি।
শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা পাঠানো হলেও কিন্ত দীর্ঘদিন কিছু অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে বিভিন্ন কিস্তিতে উপবৃত্তির টাকা অলসভাবে ফেলে রাখা হয়েছে। অর্থাৎ এসব অ্যাকাউন্টে থেকে কোন টাকা তোলা হচ্ছে না। এতে অ্যাকাউন্টগুলো প্রকৃত সুবিধাভোগী অভিভাবকের নয় বলে বোঝা যাচ্ছে।
এ বিষয়ে একটি প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী বলেন, যারা এখনো উপবৃত্তির টাকা তোলেননি তারা আগামী ২৫ জুনের মধ্যে টাকা তোলার বিষয়ে পত্র দিয়ে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে টাকা তুলতে ব্যর্থ হলে আর টাকা পাবেন না বলে জানান তিনি। কারণ হিসেবে তিনি বলেন, এই টাকা সরাসরি সরকারি ফান্ডে জমা করা হবে।