logo

প্রবীন শিক্ষক শিক্ষানুরাগী মেহের উদ্দিন (৯২) আর নেই

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী পূর্বপাড়া নিবাসী স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান ও যুগ্ম কর কমিশনার মো. নাসিরুজ্জামনের পিতা প্রবীন শিক্ষক, কটিয়াদী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি মেহের উদ্দিন (৯২) বুধবার রাত ১০:৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহে— রাজিউন)। মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নাতি নতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মেহের উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় ১৯৪৯ সনে সক্রিয় সদস্য পদ লাভ করেন। তাঁর মৃত্যুতে নূর মোহাম্মদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম,এ আফজল, কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,কটিয়াদী উপজেলা শাখা, কটিয়াদী সাহিত্য সংসদ গভীর শোক প্রকাশ করেন।বৃহস্পতিবার বাদ জোহর দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে