logo

প্রবাসী পুত্রকে বাড়ি আনতে গিয়ে নোয়াখালীতে একই পরিবারের ৫জন নিহত

কুমিল্লা সংবাদদাতাঃ- নোয়াখালীর প্রবাসী পুত্রকে বিমান বন্দর থেকে বাড়ি আনতে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক নারীসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা জেলার লাকসাম পৌর এলাকার সিলোনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর উড়িয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. ইউনুস মিয়া (৬৮), তার স্ত্রী সায়মা বেগম (৫৫), ছেলে ফারুক মিয়া (৩২), মেয়ের জামাই একই উপজেলার বারাহিপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে লাতু মিয়া (৩৯) ও মাইক্রোবাস চালক লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর বশুয়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে মো.নুরুন্নবী (২৮)।

লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল শনিবার সকালে জানান, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর রউন এলাকার ইউনুছ মিয়া তার প্রবাসী পুত্রকে বিমান বন্দর থেকে বাড়ি আনতে স্ত্রী-পুত্রসহ আত্মীয়দের নিয়ে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
রাত সোয়া ১২টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-৫৩-৬০৯৯) কুমিল্লার লাকসাম পৌর এলাকার সিলোনিয়া ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে