logo

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কটিয়াদীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন কটিয়াদী কলেজের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভুইয়া,কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, সাবেক ভিপি দুলাল বর্মণ, লোহাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, উপজেলা যুবলীগের আহবায়ক শরফুল কাদের মনি, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লায়ন মোহাম্মদ সারোয়ার হোসেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ইছা মুঞ্জিল, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান বাচ্চু, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের, কটিয়াদী কলেজের সাবেক এজিএস রফিকুল ইসলাম রেনু, পৌর যুবলীগের সভাপতি শাহারিয়ার ইমরান, উপজেলা কৃষক লীগের আহবায়ক সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক নুরুল হক নুরু, লোহাজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মোশারফ হোসেন, লোহাজুরী ইউনিয়ন যুবলীগের সধারণ সম্পাদক সেলিম আফ্রাদ, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সোহাগ আকন্দ প্রমুখ।

Comments are closed.প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে