লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পোস্ট অফিসের ঘর ভেঙ্গে নিয়ে গেছে পোস্ট মাস্টার আমিনুর রহমান মিঠুল।
প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের ও লিয়াকত হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে পোস্ট মাস্টার আমিনুর রহমান মিঠুল কাঠ ও রাজমিস্ত্রী দিয়ে পোস্ট অফিস ভেঙ্গে ইট, টিন, দরজা খুলে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখে তাতে বাঁধা দেয়।
পোস্ট মাস্টার আমিনুর রহমান মিঠুল পোস্ট অফিস ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একটি সমঝোতা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা পোস্ট অফিসার ফজলুল হক জানান, সিঙ্গিমারী পোস্ট অফিস ভেঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান এম জি মোস্তফা জানান, এডিপি ও এলজিএসপি’র ২০১৩-১৪ অর্থ বছরে ওই পোস্ট অফিস ঘরটি নির্মাণ করা হয়। কি কারণে পোস্ট মাস্টার ভেঙ্গে নিয়ে যাচ্ছে তা জানি না। এ ঘটনায় তিনি বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেছেন।
হাতীবান্ধা থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের ও লিয়াকত হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে পোস্ট মাস্টার আমিনুর রহমান মিঠুল কাঠ ও রাজমিস্ত্রী দিয়ে পোস্ট অফিস ভেঙ্গে ইট, টিন, দরজা খুলে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখে তাতে বাঁধা দেয়।
পোস্ট মাস্টার আমিনুর রহমান মিঠুল পোস্ট অফিস ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একটি সমঝোতা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা পোস্ট অফিসার ফজলুল হক জানান, সিঙ্গিমারী পোস্ট অফিস ভেঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান এম জি মোস্তফা জানান, এডিপি ও এলজিএসপি’র ২০১৩-১৪ অর্থ বছরে ওই পোস্ট অফিস ঘরটি নির্মাণ করা হয়। কি কারণে পোস্ট মাস্টার ভেঙ্গে নিয়ে যাচ্ছে তা জানি না। এ ঘটনায় তিনি বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেছেন।
হাতীবান্ধা থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।