নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরের পুমদীতে বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন নামে একটি সামাজিক প্রতিষ্ঠান আত্ম প্রকাশ করেছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে পুমদী ইউনিয়ন পরিষদ নতুন বাজারের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম জসীম উদ্দিন। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট খন্দকার মহিবুল হাসান আপেল এর পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ আবুল কাসেম, ডাঃ আব্দুল জব্বার, ছিদ্দিক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আরজুল ইসলাম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন, পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল, ছাত্রলীগ নেতা খন্দকার মোজাম্মেল হক রাসেল প্রমূখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পুমদী ইউনিয়ন পরিষদ নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নাসির উদ্দিন। এ সময় মুক্তিযোদ্ধাবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুমদীতে বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আত্ম প্রকাশ
প্রকাশ : Sep 16, 2016 | Comments Off on পুমদীতে বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আত্ম প্রকাশ
