কিশোরগঞ্জ সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ সদর উপজেলায় লাজুক আক্তার (১১) নামে এক পিএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে ট্রাক চাপায় প্রাণ হারিয়ে বাড়ি ফিরল লাশ হয়ে। লাজুক আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার ব্যবসায়ী এমরান মিয়ার মেয়ে। সে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হিসেবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রোববার দুপুর সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকার বাক্কার মার্কেটের সামনে ।
লাজুক আক্তার দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনের ইংরেজী বিষয়ের পরীক্ষার শেষে সহপাঠিদের সাথে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল । কিন্তু বাড়িতে আর ফেরা হয়নি লাজুকের।
বেপরোয়া গতির এক ট্রাক অটোরিকশায় থাকা লাজুকের প্রাণ কেড়ে নিয়েছে। এতে অঙ্কুরেই ঝরে গেছে একটি স্বপ্ন।
এ ঘটনায় ট্রাকচালক খাইরুল (৩৫) এবং ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে ট্রাকে থাকা অপর দুইজন পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাজুক স্বল্প মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে ইংরেজি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে সহপাঠিদের সাথে সে বাড়ি ফিরছিল। পথে চরমারিয়া এলাকার বাক্কার মার্কেটের সামনে অটোরিকশাটি থেকে কয়েকজন পরীক্ষার্থী নেমে একটি দোকান থেকে খাদ্যপণ্য কিনতে যায়।
এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে বেপরোয়া গতির একটি ট্রাক পেছন দিক থেকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা লাজুক গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় লাজুকের এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মা রিয়া আক্তারের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।