মোঃ রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থেকে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা আবুল কাশেম বিপ্লব বুধবার সকাল ১১টায় অটোরিক্সা উল্টেগিয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে পাকুন্দিয়া পৌর সভার বড়বাড়ির পাশে ।
আহতর ছোট ভাই আব্দুল জব্বার জানান, আমার বড় ভাই মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার যাওয়ার পথে পাকুন্দিয়া পৌর সভার বড়বাড়ির পাশে অটোরিক্সা উল্টেগিয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী ঘটনারস্থল থেকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থা উন্নতি না হওযায় কর্তব্যরত ডাক্তার ঢাকা পঙ্গু হাসপাতালে রেফাড করেন।
জানা য়ায মাওলানা আবুল কাশেম বিপ্লব সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে গেছে।
মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান ঘটনা প্রবাহকে বলেন আবুল কাশেম বিপ্লবের দূর্ঘটনায় মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে হতাসা বিরাজ করছে। প্রিয় শিক্ষক যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সেই জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।