নজরুল ইসলাম খায়রুল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রেনু অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ দুই পায়ের সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তিনি ঢাকা নিউরো-সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু জানান, গত ইউপি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণা করতে গিয়ে দুই পায়ের সমস্যা দেখা দেয়। একপর্যায়ে তা মাত্রাতিরিক্ত হলে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন। এদিকে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুকে দেখতে ও তার খোঁজ-খবর নিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন,স্থানীয় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খী ব্যক্তিবর্গ হাসপাতালে গেছেন। এছাড়াও প্রতিদিন অসংখ্য সাধারণ সমর্থক ও এলাকাবাসী তাকে এক নজর দেখতে হাসপাতালে ভীড় করছেন। তিনি তার সুস্থতার জন্য পাকুন্দিয়া উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি দোয়া চেয়েছেন।
পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান হাসপাতালে ॥ দোয়া কামনা
প্রকাশ : Aug 23, 2016 | Comments Off on পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান হাসপাতালে ॥ দোয়া কামনা
