মো রফিকুল ইসলাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ রাসেল ছাত্র ও যুব কল্যাণ পরিষদের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্র ৩০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব রকিব উদ্দিন মুসায়েব, শেখ রাসেল ছাত্র ও যুব কল্যাণ পরিষদের কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. মোকারম বিল্লাহ প্রমুখ। বৃত্তি পরীক্ষায় মোহাম্মদ আজিজুল ইসলাম কেন্দ্র সচিব ও মো. এমদাদ ইমন পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন।