মাসুম পাঠানঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে রাতের আঁধারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামে প্রতিষ্ঠিত ক্রিয়েটিভ ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও এলাকার প্রবাসীদের যৌথ আয়োজনে মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল ও দারিদ্র মানুষের মাঝে বাড়িতে রাতের আঁধারে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
বৃহস্পতিবার রাতে ক্রিয়েটিভ ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম পাঠানের পরিচালনায় রূপসা গ্রামের কর্মহীন হতদরিদ্র ৫৬টি পরিবারকে সহযোগীতা করা হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে-চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি ও তৈল ১ কেজি। এসময় খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন সংগঠনের সদস্য মো. শামীম হুসাইন, মো মাহ্ফুজ পাঠান, আব্দুল্লাহ আল মামুন, মো. ইকবাল হোসেন, মো. রাসেল মিয়া, মো. রাব্বি হাসান, মো. হাসান, মো. বায়েজিদ, মো. মিজান, মো. রিফাত, মোজাফ্ফর হোসেন প্রমুখ।
পাকুন্দিয়ায় রাতের আঁধারে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ : Apr 17, 2020 | Comments Off on পাকুন্দিয়ায় রাতের আঁধারে খাদ্যসামগ্রী বিতরণ
