মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বজ্রাঘাতে মো. রাজু মিয়া (১৫) নামে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা নয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে রাজু মিয়া (১৫) বাড়ীর সংলগ্ন জমিতে হাঁসকে খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিলো। বজ্রাঘাতে সেখানেই তার মৃৃত্যু হয়। ঘটনাস্থলে তাকে পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।