logo

পাকুন্দিয়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর অর্ধেক জিহ্বা কামড়ে কেটে দিল স্ত্রী

মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থেকে

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর জিহ্বা কামড়ে কেটে দিয়েছে স্ত্রী নূপুর আক্তার।

এ চাঞ্চল্যকর ঘটনা নিয়ে দেন-দরবারের একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠেছে।

শনিবার রাতে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত স্বামী মামুন মিয়া কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একই গ্রামের মো.শামছ উদ্দিনের ছেলে।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের জনৈক হারুন মিয়ার মেয়ে নূপুরের সঙ্গে একই উপজেলার চরপলাশ গ্রামের শামছ উদ্দিনের ছেলে মামুন ৭ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের কিছুদিন পর থেকেই এ নব দম্পতি পরষ্পর বিরোধে জড়িয়ে পড়েন।

এ বিরোধের জের ধরে শনিবার রাত ১২টার দিকে ঘুমন্ত স্বামী মামুন মিয়ার অণ্ডকোষ চেপে ধরেন স্ত্রী নূপুর আক্তার।

এ সময় অসহ্য যন্ত্ণায় মামুন মিয়ার জিহ্বা বের হয়ে পরে। আর তখনই স্ত্রী নূপুর অণ্ডকোষ ছেড়ে জিহ্বায় সজোরে কামড় বসিয়ে অর্ধেকের বেশি কেটে ফেলে।

প্রচণ্ড আঘাতে গুরুতর আহত স্বামী মামুন চিৎকার শুরু করলে বাড়ির অন্যান্য লোকজন ঘুম থেকে উঠে এগিয়ে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবদুল হামিদ টিটু বলেন, স্ত্রীর কামড়ে স্বামীর অর্ধেক জিহ্বা কেটে দেয়ার ঘটনা এখন “টক অব দ্য ভিলেজ”।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি।

তবে, এ ঘটনাটি লোকমুখে জানতে পারার কথা স্বীকার করেছেন তিনি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে