নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বুধবার সকালে দরিদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ লিয়াকত হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আনিছুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আনোয়ার সাদত, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মোশারফ হোসেন ও জেলা পাটচাষি সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ। রবি ১৬-১৭ মৌসুমে গম, সরিষা ও খরিপ-১/১৬-১৭ মৌসুমে গ্রীম্মকালীন মুগডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এ সুবিধার আওতায় রয়েছেন। এ সময় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপ-সহকারী কৃষি অফিসার উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়ায় দরিদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
প্রকাশ : Sep 21, 2016 | Comments Off on পাকুন্দিয়ায় দরিদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
