নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কবির উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিসবাহ উদ্দিন, পৌরমেয়র অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীবন্দ উপস্থিত ছিলেন।