পাকুন্দিয়া থেকে মো. রফিকুল ইসলামঃ ১১ এপ্রিল ২০২০, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে খরিপ-১, ২০১৯-২০২০ মৌসুমের আউশ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
পৌর এলাকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে এর উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আলামিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আবদুস ছামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আলামিন জানান, খরিপ-১, ২০১৯-২০২০ মৌসুমের আউশ প্রণোদনা হিসেবে উপজেলার ৯শ উপকারভোগী কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে। আনুষ্ঠানিকভাবে পৌর এলাকার কৃষকদের মাঝে আজ শনিবার সকালে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে উপকারভোগী কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে। এতে প্রত্যেক কৃষক পাঁচ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হবে। যা বিঘা প্রতি সহায়তা ৮শ ৫০টাকা।
পাকুন্দিয়ায় কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ : Apr 11, 2020 | Comments Off on পাকুন্দিয়ায় কৃষি উপকরণ বিতরণ
