logo

পাকুন্দিয়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থেকে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূুঁইয়া।

প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার বোরহান উদ্দিন,
প্রেসক্লাবের সহসভাপতি এম সাইদুল ইসলাম, শামছুল আলম শাহীন, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খন্দকার, সহসাধারণ সম্পাদক আনম তানভীর হায়দার, সিনিয়র সাংবাদিক এম শাহজাহান, বিটিভির চিত্রগাহক (নিউজ) এবিএম নুরুল ইসলাম বাচ্চু, কার্যকরী সদস্য ওমর ফারুক, এসএএম মিনহাজ উদ্দিন, রাজন সরকার ও ক.ম.মুহিবুল্লাহ বচ্চন।

সম্মেলনে আছাদুজ্জামান খন্দকারকে সভাপতি ও আনম তানভীর হায়দারকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূইয়া এ কমিটি ঘোষণা করেন। আগামি ২৭জুলাই এ কমিটি দায়িত্বভার গ্রহণ করবে। এর আগে প্রেসক্লাব প্রাঙণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য হাফেজ নুরূল জান্নাত মানা।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে