logo

পাকুন্দিয়ায় কঠোর লকডউনের ষষ্ঠদিনে ৭ জনকে জরিমানা



 হুমায়ুন কবির, পাকুন্দিয়া থেকে

পাকুন্দিয়ায় কঠোর লকডউনের ষষ্ঠদিনে ৭ জনকে জরিমানা। ছবি- বার্তা বাজার

কভিড-১৯ সংক্রমণ রোধে সাত দিনের কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কঠোর অবস্থানে প্রসাশন, দোকান খোলা ও মাস্ক না পরার অপরাধে দোকানীসহ ৭ জনকে ২৯০০ টাকা জরিমানা এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই ) সকালে বিধিনিষেধ না মানায় উপজেলার পৌর সদর, বরাটিয়া, মির্জাপুর, মুনিরাকান্দি, তারাকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালত ৭ টি মামলায় ২৯০০ টাকা জরিমানা আদায় করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান।

লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাকুন্দিয়া থানা পুলিশের একটি চৌকশ দলসহ কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে উপজেলার পৌর সদর, বরাটিয়া, মির্জাপুর, মুনিরাকান্দি, তারাকান্দি ও পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে রোভার স্কাউটস সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহারে উৎসাহিত করা এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় নির্দেশ অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় দোকানীসহ মোট ৭ জনকে ২৯০০/-টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বাজারগুলোতে অবস্থিত দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়।তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। গত ছয় দিনে ৭৭ টি মামলায় ৩৬৩০০ টাকা জরিমানা করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে