ফজলুল হক জোয়ারদার আলমগীর:
কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ ও তারপুত্র ব্যারিস্টার ওমর নূর অমিত প্রাণঘাতী কোভিড /১৯ এ আক্রান্ত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় নূর মোহাম্মদ এমপির ব্যক্তিগত সরকারি মামুনুর রহমান মামুন করোনা শনাক্ত হওয়ার বিষয়টি ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেন। ২৬ আগষ্ট বুধবার ঢাকার একটি হাসপাতালে দেয়া নমুনা পরীক্ষার রিপোর্টের ফলাফলে শুক্রবার নূর মোহাম্মদ এমপি ও তার ছেলে ব্যারিস্টার ওমর নুর অমিতের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। নূর মোহাম্মদ এমপি এখন তার নির্বাচনী এলাকা কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে এবং তার ছেলে ব্যারিস্টার ওমর নূর অমিত ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভির হাসান ঘটনাপ্রবাহকে জানান, গত ২৬ আগস্ট ঢাকায় প্রভা হেলথ কেয়ারে নমুনা দেয়ার পর এমপি মহোদয় ও তার পুত্র ব্যারিস্টার অমিত শুক্রবার করোনা পজিটিভ হন । এখন তিনি কটিয়াদী উপজেলার চাঁন্দপুরে নিজ বাড়িতে এবং ব্যারিস্টার অমিত ঢাকার বাড়িতে সামাজিক দূরত্ব মেনে পরিবারের অন্যদের থেকে আলাদা আছেন। তিনি দু’জনের সুস্থতা কামনা করেন।
কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ঘটনাপ্রবাহকে জানান, গত মার্চ মাস থেকে মহামারী করোনা শুরু হওয়ার পর থেকে তিনি নির্বাচনী এলাকা কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় জনগণের পাশে থেকে মানুষের খোঁজখবর নিয়েছেন। করোনাকে তিনি কখনো ভয় পাননি। সরকারের পাশাপাশি তিনি নিজস্ব অর্থায়নে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখেন।
তিনি আরো জানান প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে তিনি যাতে জনকল্যানের কাজে ফিরে আসতে পারেন সেই জন্য তাঁর সুস্থতা কামনা করি।