logo

নিরাপত্তার জন্য এমপিদের গান ম্যান দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদ সদস্যদের গান ম্যানসহ যথাযথ নিরাপত্তার দাবি তোলা হয়েছে জাতীয় সংসদে। জাসদের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল ও জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ এই দাবি তোলেন।

তারা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে দুই থেকে আড়াইশ এমপির দ্রুত গান ম্যানের ব্যবস্থা ও নিরাপত্তার দাবি জানান। তারা বলেন, সচিব ও জেলা প্রশাসকরা গান ম্যান পান। মন্ত্রীদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আছে। কিন্তু এমপিরা গান ম্যান পাবেন না কেন। তাদের নিরাপত্তার ব্যবস্থা হবে না কেন। কেউ পাবেন, কেউ পাবেন না এটি হবে না।

বুধবার (২০ জুলাই) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশন চলাকালে বাদল ও ফিরোজ রশিদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন।

বাদল বলেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী জনপ্রতিনিধিদের উপরে কেউ নেই। কিন্তু সেটি ফলো করা হয় না। জেলা প্রশাসকদের গান ম্যান আছে। সচিবদের গান ম্যান আছে। মন্ত্রীদের পুলিশ নিরাপত্তার ব্যবস্থা আছে। তারপরও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা বলেছেন। দুই-আড়াইশ এমপি আছেন তাদের কিছুই নেই। এই এমপিদের নিরাপত্তার কি হবে।

কাজী ফিরোজ রশিদ বলেন, পুলিশ কমিশনার বার্তা দিয়ে মন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন। তাদের পুলিশ আছে, গান ম্যান আছে। বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এমপিদের কোনো গান ম্যান নেই। আমাদের প্রত্যেকেরই তো মানুষের মাঝে যেতে হয়। তাই আমাদেরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে