কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে এনজিও’র নাম করে টাকা আদায় করতে গিয়ে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বাজিতপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র সোহেল, চাতালচর গ্রাামের মেনু মিয়ার পুত্র হৃদয় মিয়া, সাচিরচর গ্রামের আলমগীরের পুত্র সাব্বির আহমেদ ও কুলিয়ারচর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কমর উদ্দিনের পুত্র শেখ হোসেন। এ সময় তাদের কাছে থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘ওয়ার্ল্ড সোসাইটি অর্গানাইজেশন বাংলাদেশ’ নামে একটি বেসরকারি সংস্থার কয়েকজন ব্যক্তি গত মাসে নিকলী উপজেলার দরিদ্র এলাকা ছাতিরচরে যায়। তারা গ্রামবাসীকে বিশুদ্ধ খাবার পানিসহ খাদ্য সামগ্রী দেয়ার আশ্বাস প্রদান করেন। পরে তারা ১৫ দিন আগে ৮টি পরিবারের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়ে ৮টি নলকূপ বসিয়ে দেয়। কম টাকায় নলকূপ পাওয়ায় পরিবারের লোকজন খুশি হয়। এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী ওই সংস্থার লোকজনকে খুব বিশ্বাস করেন। আর এ সুযোগে সোমবার বিকেলে সংস্থার লোকজন ছাতিরচর এলাকায় গিয়ে গ্রামবাসীকে প্রতি মাসে প্রত্যেক পরিবারকে এক মণ চাল, ১৫ কেজি আটা, ৫ লিটার তেল ও ৫ কেজি করে ডাল দেয়ার কথা জানায়। এসব খাদ্য সামগ্রী এক বছর পর্যন্ত দেয়া হবে বলে জানায় তারা। পরে এলাকার ১০৩ জনের কাছ থেকে এক হাজার ৩০০ টাকা করে ১ লাখ ৩৩ হাজার ৯ শত এবং ২৬ জন প্রতিন্ধির কাছ থেকে এক হাজার ৬৫০ টাকা করে ৪২ হাজার ৯০০ টাকাসহ সর্বমোট ১ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা আদায় করে। এক পর্যায়ে সচেতন গ্রামবাসীর সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিকলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে চার ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা এনজিও’র নাম করে অভিনব কৌশলে গ্রামবাসীর সঙ্গে প্রতারণা করে টাকা আদায় করছিল। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দণি ছাতিরচর গ্রামের নান্নু মিয়ার পুত্র আক্কাস আলী বাদী হয়ে নিকলী থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিকলীতে প্রতারণার দায়ে এনজিও’র ৪ প্রতারক আটক
প্রকাশ : Aug 09, 2016 | Comments Off on নিকলীতে প্রতারণার দায়ে এনজিও’র ৪ প্রতারক আটক