দেলোয়ার হোসেন শরীফ: নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে প্রায় ১৫ বছরের অধিক সময় ধরে চাঁদাবাজির অবসান ঘটলো। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শামীম কিবরিয়া সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত হাতিরদিয়া বাজারে বিভিন্ন ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, আধা পাকা স্থাপনা ও টং দোকানসহ বিবিধ প্রকারের স্টীল-কাঠ জাতীয় ফার্নিচার সরকারি নির্মিত টেন সেড ঘরে সম্পূর্ণ অবৈধভাবে দখল করে শতাধিক স্থাপনা নির্মাণ করা হয় হাতিরদিয়া বাজারে। এ সকল স্থাপনাগুলো কতিপয় প্রভাবশালী কুচক্রি ব্যক্তিবর্গ দীর্ঘ ১৫ বছরাধিকাল ধরে অবৈধ দখল বুঝিয়ে দিয়ে হাতিয়ে নিচ্ছিল মোটা অংকের টাকা। চক্রটি বাজারের ভেতরের রাস্তা-ঘাট, তোহা বাজার সহ অন্যান্য স্থান দখল করে জনগণকে চরম ভোগান্তিতে ফেলে রেখেছে দীর্ঘ সময় ধরে। বিগত সময়ে মনোহরদী উপজেলার মধ্যে হাতিরদিয়া বাজারে প্রতি সপ্তাহে কলা বাজার সবচেয়ে বড় আকারের হাট হিসেবে স্থান পেত। তখনকার সময়ে হাতিরদিয়া বাজারের কলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যেত। কিন্তু বর্তমানে কালের বিবর্তনে হাতিরদিয়ার ঐতিহ্যবাহী কলা বাজার হারিয়ে যেতে বসেছে অসাধু চক্রের কবলে পড়ে। সেই ঐতিহ্য ফিরেয়ে আনা এবং সরকারি ১নং খাস খতিয়ান অবৈধ দখল মুক্ত করতে মনোহরদী উপজেলা প্রশাসনের এ উদ্যোগ। মনোহরদী উপজেলা প্রশাসনের প হতে একাধিকবার দখলদারদের অবমুক্ত করার জন্য বলা হলেও কর্ণপাত করে নি। বিশেষ করে কর্ণপাত না করারই কথা। কারণ অবৈধ ব্যবসায়িয়া মোটা অংকের চাঁদা পরিশোধ করেছে প্রভাবশালী চক্রের নিকট। ব্যবসায়িদের বিশ্বাস ছিল সংঘবদ্ধ চক্রটি আইনকে অমান্য করেই টিকে থাকতে পারবে। কিন্তু হলো এর বিপরীত সকল প্রকারের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় ১৫ বছরের অবৈধ সিন্ডিকেটদের কবল হতে মনোহরদী উপজেলা প্রশাসন সঙ্গীয় আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স নিয়ে গুড়িয়ে দিল এসব অবৈধ স্থাপনা। নরসিংদী জেলা প্রশাসনের নিবিড় পর্যবেণ ও মনোহরদী উপজেলা প্রশাসনের তৎপরতার কারণেই সম্ভব হয়েছে এ অভিযান। অভিযান পরিচালনার ফলে কোন এক সময়ের সেই ঐতিহ্যবাহী হাতিরদিয়া বাজার ফিরে পেতে পারে তার রূপ, এমনটাই প্রত্যাশা হাতিরদিয়াবাসীর। বাজারে অবৈধ দখলদারদের মধ্যে অনেকেই এ প্রতিবেদককে জানিয়েছে তারা প্রভাবশালী চক্রটিকে প্রতি মাসে মাসোহারা দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। কোন মাসে মাসোহারা দিতে একটু বিলম্ব হলেই চড়াও হয়েছে চক্রটি। এক কথায় বলা চলে ছোট ব্যবসায়িরা জিম্মি হয়ে পড়েছিল অবৈধ চাঁদাবাজ সিন্ডিকেটের হাতে। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করার ফলে স্বস্তির নি:শ্বাস ফেলেছে ুদ্র ব্যবসায়িরা।
এছাড়াও পৃথক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে এক রেস্তোরাঁর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার হাতিরদিয়া বাজারে কাজল মিয়ার রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ শামীম কিবরিয়া। তিনি বলেন, ময়লা-আবর্জনা সামনে রেখে খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি সয়াবিন তেলে পোকা, ভাতে ও মিষ্টিতে মাছিসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিল। এ কারণে কাজল মিয়াকে ভোক্তা অধিকার সংরণ আইনরে আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শহিদ উলাহ জানান, বাজারের ভিতরে রাস্তার দুই পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাজারের বৈধ ব্যবসায়িদের ব্যবসার সুযোগ, অবৈদ দখলদারের কবল হতে বাজার রা ও যান চলাচল নির্বিগ্ন করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে শতাধিক’র বেশি টং দোকান ও ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে মনোহরদী উপজেলার ১নং খাস খতিয়ানভুক্ত সকল বাজার হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। অবৈধ দখলকারীরা যে’ই হোক না কেন মনোহরদী উপজেলা প্রশাসন এদের কোন প্রকারের ছাড় দিবে না। তিনি মনোহরদীকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলাবাসীর প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শামীম কিবরিয়া জানিয়েছেন, সাধারণ জনগণের স্বার্থ রায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান চলবে। তিনি বলেন, হাতিরদিয়া বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদের ২-৩ ঘণ্টা পর আবারও ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। ওই সময়ে নতুন করে কয়েকজনকে দখলের চেষ্টা করতে দেখা গেছে। পুণরায় তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। প্রকৃত ব্যবসায়িরা যেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভালভাবে পরিচালনা করতে পারে এবং চাঁদাবাজদের খপ্পর হতে রা পায় সেই দিকটি ল্য রাখা হয়েছে। পরবর্তীতে উচ্ছেদকৃত স্থানে পূণরায় অবৈধ স্থাপনা নির্মাণ করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নরসিংদীর মনোহরদীতে হাতিরদিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : Apr 27, 2016 | Comments Off on নরসিংদীর মনোহরদীতে হাতিরদিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
