logo

নরসিংদীতে ৮টি ইউনিয়ন পরিষদে এম্বুলেন্স বিতরণ

শওকত প্রধান/নরসিংদী থেকেঃ- বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এলজিএসপি-৩ প্রকল্পের ২০১৭-২০১৮ অর্থ বছরের বরাদ্ধ থেকে জেলা প্রশাসকের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন পরিষদে এম্বুলেন্স বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব এম্বুলেন্স বিতরণ করেন। এম্বুলেন্স বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক সুষমা সুলতানা ও নেজারত ডেপুটি কালেক্টর মো: শাহ আলম মিয়া।
এছাড়া জেলার ৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ এসময় উপস্থিত ছিলেন। এম্বুলেন্স প্রাপ্ত ইউনিয়ন পরিষদ গুলো হলো, পুটিয়া, আইয়ুবপুর, শীলমান্দি, পাঁচদোনা, পাইকারচর, একদুয়ারিয়া, আলোকবালী ও শ্রীনগর। সবশেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ইউপি চেয়ারম্যান, সচিব ও অফিস সহকারীদের দুই দিনের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে