logo

নরসিংদীতে নিখোঁজের ১৯ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

দেলোয়ার হোসেন শরীফ: নরসিংদীতে নিখোঁজের ১৯ দিন পর কণ্ঠশিল্পী প্রমিতের মা’র মরদেহ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। স্বর্ণালঙ্কার ও অর্থের লোভে কন্ঠ শিল্পীর মা কমলা রানী বেড়ৈকে (৬০) অপহরণের পর শ্বাসরোদ্ধ করে হত্যার পর লাশ গুম করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে জেলার রায়পুরা উপজেলার রাধানগর গ্রামের মাজার রোডের একটি কালভার্টের নিচ থেকে মাটি খুঁড়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রাধানগর গ্রামের শারন্দ্র চন্দ্রের ছেলে রিপন চন্দ্র (২৫) ও পুর্ন চন্দ্রের ছেলে আনন্দ মন্ডলতে (২৮) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পলাশের পন্ডিতপাড়া গ্রামের বৃদ্ধা কমলা রানী বেড়ৈ (৬০) রায়পুরা উপজেলার রাধানগর গ্রামে মেয়ে দীপালি রাণী বিশ্বাসের বাড়িতে বেড়াতে যায়। চলতি মাসের ৯ এপ্রিল নিহত কমলাকে আর পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে নিহতের কোনো সন্ধান না মেলায় ১৬ এপ্রিল পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংগীত শিল্পি প্রমিত। কিন্তু পলাশ থানা পুলিশ কোনো ধরনের অগ্রগতি দেখাতে পারেনি। পরে নিখোঁজের পরিবার জেলা পুলিশ সুপার আমেনা বেগমের শরণাপন্ন হলে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুদল গাফফারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশ রাধানগর গ্রামের শারন্দ্র চন্দ্রের ছেলে রিপন চন্দ্রকে আটক করে।পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আনন্দ মন্ডলকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে   রাধানগর গ্রামের মাজার রোডের বৈরাংগী বিলের একটি কালভার্টের নিচে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় মাটির নিচ থেকে মৃতদেহ উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জেলা  পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার বলেন, স্বর্ণালঙ্কার ও অর্থের লোভে পড়ে কমলা রানীকে মেয়ের বাড়িতে হত্যা করে লাশ বাড়ির পাশে একটি সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়। ঘটনার ৩দিন পর গভীর রাতে নিহতের মরদেহ সেপটিক ট্যাংক থেকে মাজার রোডের বৈরাংগী বিলের একটি কালভার্টের নিচে মাটির নিচে পুতে রাখা হয়।

ওই সময় দুর্বৃত্তরা নিহতের শরীর থেকে ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। নিহতের শরীরে স্বর্ণালঙ্কারের জন্যই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে