নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে র্অধ শতাধিক যাত্রী নিয়ে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
আজ শনিবার বেলা ১১টার দিকে রায়পুরার জঙ্গিশিবপুর বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলেসা বেগম (৫০), মালদুয়েন নেসা (৭০), রাকিব (১২), মার্জিয়া (৩), সম্রাট (৮), সুমাইয়া (৫), জেরিন (৮) ও ইয়াসিন (৭)।
স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এটিতে শতাধিক যাত্রী ছিল। ট্রলারটি ছাড়ার পর কিছু দূরে যেতেই তা ডুবে যায়। এসময় অনেকেই সাঁতরে তীরে উঠে। এছাড়া তাৎক্ষণিক স্থানীয় লোকজন বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুই নারী ও এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে বিভিন্ন এলাকা থেকে আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নদীর প্রচন্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে। এতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
রায়পুরা থানার ওসি আজহার উদ্দিন সরকার আটজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত যাত্রী তোলায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি একটি মাজারে যাচ্ছিল। উদ্ধার অভিযান পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়েছে।
বেলা সাড়ে ১২টা থেকে ওই উদ্ধারকারী দল অভিযানে নেমেছে বলেও জানান ওসি।