logo

নতুন ২ জন করোনায় আক্রান্ত, মোট শনাক্ত ৫১

নিজস্ব প্রতিবেদক

দেশের নতুন করে আরও  দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫১ জন। গত ২৪ ঘণ্টায় ৬ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করনা ভাইরাসে আক্রান্ত ২১ জন সুস্থ হলেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কোনো রোগী মৃত্যুবরণ করেননি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে দুইজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের একজন সৌদিফেরত তার বয়স ৫৭ বছর। তিনি ডায়াবেটিসে ভুগছেন। অন্যজনের বয়স ৫৫ তিনি দেশেই ছিলেন। তারও ডায়াবেটিস আছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে বলেও তিনি জানান।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে