logo

দ্বিতীয় জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশি এমপিরা

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো ইংল্যান্ডে বসেছে আন্তঃসংসদ ক্রিকেট বিশ্বকাপ। এতে অংশগ্রহণ করেছে বিশ্বকাপে অংশগ্রহণকারী আট দেশের সংসদ সদস্যরা। বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। আর ‘এ’ গ্রুপে খেলবে ভারত, স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা।

গতকাল পাকিস্তানকে হারানোর পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশের এমপিরা। অলস্টার সাংসদদের ২০ রানে হারিয়েছে তারা। টানা দ্বিতীয় জয়ে ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের সংসদ সদস্যরা। লন্ডনের চিসউইক বার্লিংটন লেনে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানেই থেমে যায় অল স্টার সংসদ সদস্যরা। ফলে ২০ রানের দারুন জয় পায় বাংলাদেশ।

এর আগে গতকাল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২ রানে হারিয়ে দারুন শুরু করেছিল বাংলাদেশ। এই বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব প্রদান করছেন জাতীয় দলের সাবেক ও প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।

বাংলাদেশ পার্লামেন্টারি ক্রিকেট দল নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), জুনায়েদ আহমেদ পলক, নাহিম রাজ্জাক, আনোয়ারুল আবেদিন খান, মো. সানোয়ার হোসেন, মো. আনোয়ারুল আজিম, নুরুন্নবি চৌধুরী, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফাহমি গোলন্দাজ বাবেল, জুয়েল অরেঞ্জ, মো. শফিউল ইসলাম শিমুল, মাশরাফী বিন মোর্ত্তজা, শেখ তন্ময়, মো. আয়েন উদ্দিন, শামিম পাটোয়ারি, আহসান আবদেলুর রহমান, ছোট মনির।

অতিরিক্ত সদস্য: নসরুল হামিদ বিপু, মোহাম্মদ শাহরিয়ার আলম, মো. জাহিদ হাসান রাসেল, নাজমুল হাসান, মহিবুল হাসান চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, শামীম হায়দার পাটোয়ারি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে