ঘটনাপ্রবাহ ডেস্ক
করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরো ১৬৩ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন, যা দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
দেশে করোনায় রেকর্ড ১৬৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৫২৫
প্রকাশ : Jul 06, 2021 | Comments Off on দেশে করোনায় রেকর্ড ১৬৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৫২৫
